Saturday, July 5, 2014

Lalon

আমার যে পথে মরন ফাসি সেই পথে মন সদায় রত
অবোধ মনেরে আর বুজাই কত??
যে জলে লবন জন্মায় সেই জলে লবন গলে যায়
তেমনি আমার মন মনোরায় একা একা হচ্ছে হত
অবোধ মনেরে আর বুজাই কত??
চাদের লোভে মতস্য
যেয়ে চালিতে পরে যা পায়ে
তেমনি আমার মনো বেয়ে মরন
ফাসি নিচ্ছে সেতো
অবোধ মনেরে আর বুজাই কত??
শিরাজ শাইজির হক্কের বানী বুজবি লালন
গুনি তিনি
শক্তি হারা ভাবুক যিনি সে কি পাবে গুরুর পদ
অবোধ মনেরে আর বুজাই কত??
আমার যে পথে মরন ফাসি সেই পথে মন সদায় রত
মনেরে আর বুজাই কত, অবোধ মনেরে আর বুজাই
কত??
... লালন

No comments:

Post a Comment